উপার্জন হোক কনটেন্ট রাইটিং দিয়ে

উপার্জন হোক কনটেন্ট রাইটিং দিয়ে

ফ্রিল্যান্সিং জগতের একটি অন্যতম সহজ ও বিশাল বড় আয়ের মাধ্যম হচ্ছে কনটেন্ট রাইটিং।  অনেকেই নিজেদের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরু করে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে। কেননা কনটেন্ট রাইটিং এর জন্য শুধু লেখার দক্ষতা থাকলেই বেশ ভালো রকমের কাজ পাওয়া যায়।

তাহলে কি এই কনটেন্ট রাইটিং?

কনটেন্ট রাইটিং হলো যেকোনো বিষয়ে নিজের ভাষায় বিস্তারিত  লেখা।  তবে ব্যাপারটা যতটা সহজ কাজটা কিছুটা বিস্তর।  বর্তমান সময়ে চাহিদা ভেদে নানান রকমের কনটেন্ট রাইটিং প্রয়োজন হয়।

  • এসইও কনটেন্ট রাইটিং 
  •  টেকনিক্যাল কনটেন্ট রাইটিং
  •  ট্রানসলেশন
  •  ওয়েব কনটেন্ট রাইটিং
  •  ব্লগ রাইটিং
  •  প্রুফরিডিং এবং এডিটিং
  •  প্রডাক্ট কনটেন্ট রাইটিং
  •  একাডেমিক কনটেন্ট রাইটিং
  •  অ্যাফিলিয়েট কনটেন্ট রাইটিং

কেন কনটেন্ট রাইটিং করবো?

ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের শুরুটা কিছুটা সহজ ভাবে করার  ক্ষেত্রে কনটেন্ট রাইটিং বেশ পছন্দনীয়। কেননা শুরুতে আপনার বিশেষ কোনো দক্ষতা না থাকলেও সুন্দরভাবে লেখালেখির মাধ্যমে আপনি বেশ ভালো রকমের কাজ খুঁজে পাবেন এবং কাজ করতে পারবেন। বিশেষ করে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র-ছাত্রী সবার জন্য কনটেন্ট রাইটিং অনেক সহজবোধ্য।  ক্ষেত্রবিশেষে কন্টেন্ট রাইটিং এর মাধ্যমে খুব সহজেই মোটা অংকের টাকা আয় করা সম্ভব। এছাড়াও কোন বিষয়ে লেখালেখি করতে গেলে সে বিষয়ে গবেষণা এবং নিজের সৃজনশীলতার  বৃদ্ধি পায়।

কন্টেন্ট রাইটিং এর চাহিদা

বর্তমান সময়ে কন্টেন্ট রাইটিং এর চাহিদা প্রতিদিন বেড়েই যাচ্ছে। বিভিন্ন কোম্পানি নানা রকমের কাজে কনটেন্ট রাইটার কিংবা কপিরাইটের পার্ট টাইম থেকে শুরু করে ফুলটাইম জব হিসেবে নিয়োগ করে। ওয়েব কনটেন্ট থেকে শুরু করে কপিরাইটিং,  ট্রানসলেশন, ব্লগ রাইটিং, প্রোডাক্ট  রিভিউ, সবকিছুরই বেশ চাহিদা বাড়ছে। করোনাকালীন সময় সবকিছু যেহেতু অনলাইন-ভিত্তিক,  সেহেতু কোম্পানির লেখালেখির মাধ্যমে প্রচারণা চালিয়ে  যাচ্ছে। সে ক্ষেত্রে যদি ফ্রিল্যান্সার হিসেবে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে কনটেন্ট রাইটার হিসেবে নিজের ক্যারিয়ার গড়ে তোলাও সহজ।

কোথায় করবো ফ্রিল্যান্সিং?

কনটেন্ট রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং করতে হলে নানা রকমের ফ্রিল্যান্সিং প্লাটফর্ম রয়েছে।  তবে দেশীয় মার্কেটের জন্য যেখানে  বাংলাদেশের সবাই নিশ্চিন্তে কাজ খুঁজে পেতে পারে, সেরকম একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্ম হল   InstantKaj.com। InstantKaj.com-এ কনটেন্ট রাইটার দের জন্য নানা রকমের জব পোস্ট করা হয়। সেখান থেকে খুব সহজেই নিজের পছন্দ মত নানান রকমের জব খুঁজে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তাছাড়া InstantKaj.com  ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ।

সুতরাং ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে  কোন দিকে আগাবেন সেটা নিয়ে নিয়ে যদি কোন দুশ্চিন্তা থেকে থাকে, কিংবা তৎক্ষণাৎ কোন টেকনিক্যাল দক্ষতা না থাকলে কনটেন্ট  রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং শুরু করা  শ্রেয়।

Written by:

Md. Muhtadee Faiaz Khan Soumik
BRAC University

instantkaj

Author Since: July 15, 2020

Leave Your Comment