InstantKaj.com-বাংলাদেশের এক অনন্য ফ্রিল্যান্সিং প্লাটফর্ম

InstantKaj.com-বাংলাদেশের এক অনন্য ফ্রিল্যান্সিং প্লাটফর্ম

গত বছরের শুরতেও যা ছিল কয়েকজন বিশ্ববিদ্যালয়-পড়ুয়া ছাত্রছাত্রীর স্টার্টআপের স্বপ্নমাত্র। আজ, তা বাংলাদেশের সবচেয়ে বড় ফ্রিল্যান্সিং প্লাটফর্মদের একটি: InstantKaj.com।

বলাই বাহুল্য, এটি এখনও স্টার্টআপ পর্যায়ে রয়েছে তবে ইতিমধ্যেই-তা বাংলাদেশের সেরা ফ্রিল্যান্সিং প্লাটফর্মগুলোর কাতারে পৌছিয়ে গিয়েছে। বাংলাদেশের ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর নিরলস পরিশ্রমের ফল এটি।

বাংলাদেশের ফ্রিল্যান্সিং-মার্কেট বর্তমানে বিশ্বের সেরা দশের মধ্যে রয়েছে এবং দিনের পর দিন এর জনপ্রিয়তা বেড়েই চলেছে। তবে, আন্তর্জাতিক মার্কেটপ্লেস সম্বন্ধে কম ধারণা এবং আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থার সহজলভ্যতা না থাকায় অনেকেই ফ্রিল্যান্সিং পেশায় আসতে ভয় পায়।

এসকল বাঁধা অতিক্রম করতে বাংলাদেশের মার্কেটপ্লেসে আশীর্বাদ-স্বরূপ হয়ে এসেছে InstantKaj.com। যেকোনো যোগ্য ফ্রিল্যান্সার-ই খুব সহজে একটি গ্রহণযোগ্য আইডিকার্ডের সাহায্যে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং পেমেন্টের জন্য একটি দেশীয় মোবাইল আর্থিক ব্যবস্থার(Local MFS) সাথে যুক্ত থাকালেই যথেষ্ট।

এছাড়াও, নিবন্ধনজনিত নানান সমস্যারও অবসানও ঘটিয়েছে InstantKaj.com যেখানে, ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সার কেবল অ্যাকাউন্ট খুলেই নিশ্চিন্তে তাদের প্রয়োজন মিটাতে পারবে। ক্লায়েন্ট তার অ্যাকাউন্ট দিয়ে কাজের বিজ্ঞাপন দিবে এবং ফ্রিল্যান্সার তার অ্যাকাউন্ট দিয়ে তার পছন্দের কাজটি বেঁছে নিবে।

বাড়তি ঝামেলা এড়াতে ক্লায়েন্ট ফ্রিল্যান্সারের কাজে সন্তুষ্ট না হওয়া পর্যন্ত পেমেন্টটি হোল্ডে রাখা হয় InstantKaj.com-এর পক্ষ থেকে। আবার, ক্লায়েন্ট ও ফ্রিল্যান্সারের মাঝের সকল কথোপকথনও সম্ভব InstantKaj.com-এর চ্যাটবক্স ফিচারটির মাধ্যমে।

InstantKaj.com-এর বিশ্বাসযোগ্যতার পরিচয় পাওয়া যায় তাদের সম্পন্ন কাজের দ্বারাই। ইতিমধ্যেই, তাদের ক্লায়েন্ট তালিকায় রয়েছে KhelbeiBangladesh, Stick-On BD, Bitspirit, 6Sense-সহ দেশের স্বনামধন্য আরও অনেক প্রতিষ্ঠান।

তাছাড়াও, দেশের বাইরের Techno Star Qatar-এর মত প্রতিষ্ঠানও InstantKaj.com-এর প্লাটফর্ম ব্যবহার করে বেশ স্বাচ্ছন্দ্যের সাথে করিয়ে নিয়েছে তাদের কাজ। করাবেই বা না কেন? দেশের প্রায় ৮৫০ রেজিস্টার্ড ফ্রিল্যান্সার যুক্ত রয়েছে InstantKaj.com-এর সাথে।

সবচেয়ে বড় বিষয় হচ্ছে InstantKaj.com এমন একটি প্লাটফর্ম যেখানে সবার জন্য কাজ রয়েছে।

ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে ভয়েস ওভার, এসএইও, ব্যবসায়িক কাউন্সিলিং-এর মত সচরাচর দেখা যায় না এমনসব কাজেরও সন্ধান পাওয়া যায় InstantKaj.com-এ।

InstantKaj.com-এই পারবে দেশের টাকা দেশে রাখতে এবং দেশের ফ্রিলান্সিং মার্কেটপ্লেসকে সবচেয়ে বিখ্যাত করে তুলতে।

Written by-

Sajid Imam Mahir

Brac University

instantkaj

Author Since: July 15, 2020

Leave Your Comment