Discord একসময় শুধু যারা বন্ধুদের সাথে নিয়ে অনলাইনে Multiplayer-গেম খেলতো তারাই ব্যবহার করতো। তবে, বর্তমানে বিশেষ করে এই করোনা লকডাউনে এর ব্যবহার বাংলাদেশেসহ বহির্বিশ্বে ব্যাপক আকারে বেড়েছে।
ঘরে বসে বন্ধুদের সাথে নিয়ে আড্ডা দেওয়া, গান শুনা, ম্যাচ-সিনেমা দেখা ছাড়াও আরও গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার হচ্ছে। বাংলাদেশের নানান প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনলাইন শিক্ষা কার্যক্রম থেকে শুরু করে অনেক প্রতিষ্ঠানের মিটিং এবং যোগাযোগের কাজ হচ্ছে Discord-এ।
Discord-এর সবচেয়ে আকর্ষণীয় একটি ফিচার হলো এখানে Discord-এর সার্ভারগুলোতে bot-এর ব্যবহার করা যায়। কিছু পূর্বে থেকে ঠিক করে রাখা keyword-এর পরিপ্রেক্ষিতে এই bot-গুলো সচল হয় এবং আদেশ অনুসারে কাজ করে। পাব্লিক bot-গুলো যেকোনো সার্ভারেই ব্যবহার করা যায়। তবে, কেউ চাইলে নিজে এগুলো তৈরি করে মনমতো ফিচারও দিতে পারে। মূলত ব্যবহারকারীদের কাজ আরও সহজ এবং আকর্ষণীয় করতেই এই bot-এর আমদানি।
Discord bot-ডেভেলপমেন্টকে ঘিরে নানান ওয়েভ ডেভেলপার কমিউনিটিও গড়ে উঠেছে। এমনকি, Discord bot-ডেভেলপিং হতে পারে ওয়েভ অথবা আ্যপ ডেভেলপিং-এ api-ব্যবহার করার হাতে খড়ি। যেকোনো ডাইন্যামিক ও ফিচারবহুল ওয়েবসাইট কিংবা যেকোনো ধরনের অ্যাপ তৈরি করতেই দরকার api-ব্যবহারে পারদর্শিতা যা এখন শিখা সম্ভব Discord-এর bot ডেভেলপ করে।
Discord-কে এর নির্মাতারা সাজিয়েছেনও এভাবে যাতে যে কেউ তার মন মতো করে সব সাজাতে পারে এবং ব্যবহার করতে পারে। তাই, Discord-এর বাহিরে অন্যান্য ওয়েব অ্যাপ্লিকেশানের মাধ্যমেও সম্ভব যে কারও Discord-অ্যাপকে নিজ মন মতো সাজাতে এবং বাড়তি ফিচার যোগ করতে। এজন্যই, বিগত দিনে বাংলাদেশসহ বহির্বিশ্বে এর ব্যাবহার বেড়েই চলেছে।
সকলের উচিত এই লকডাউনে বিনোদন কিংবা, ওয়েভ ডেভেলপিং-এর হাতে খড়ি হিসেবে হলেও Discord-এর সাথে পরিচিত হওয়া এবং ফ্রিল্যান্সিং-এ নিজের এক পরিচয় গড়ে তোলা।
Written By-
Sajid Imam Mahir
Brac University
Leave Your Comment