বর্তমান সময়ে টাকা আয় করার একটি অন্যতম মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং। শুধু টাকা আয় নয়, ক্যারিয়ার হিসেবেও ফ্রিল্যান্সিং এখন বেশ জনপ্রিয়। তবে অনেকেই ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করা নিয়ে কিছুটা দ্বিধা দ্বন্দে থাকেন। Fiverr ও Upwork এর মত বেশ কয়েকটি আন্তর্জাতিক মার্কেটপ্লেস থাকা সত্ত্বেও বাংলাদেশিদের জন্য ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করা একটু জটিল হয়। এর মূল কারণ হলো এসব ফ্রিল্যান্সিং প্লাটফর্মে একাউন্ট খোলা ও টাকা লেনদেনের জটিলতা।
সে ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য এসব জটিলতা দূর করে ফ্রিল্যান্সিংকে আরো সহজ লব্ধ করে নিয়ে এসেছে Instantkaj.com। InstantKaj.com একটি বাংলাদেশি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম। এখানে দেশের সবাই নিজের চাহিদা মত জব পোস্ট করতে পারে এবং দেশীয় ফ্রিল্যান্সাররা তাদের পছন্দমতো কাজ খুঁজে নিতে পারে।
InstantKaj.com এ একাউন্ট খোলা খুবই সহজ। শুধুমাত্র নিজের জাতীয় পরিচয় পত্র(NID) কিংবা নিজের স্টুডেন্ট আইডি(Student ID) দিয়েই একাউন্ট খোলা যায়। পরে ইমেইল ভেরিফিকেশন এর মাধ্যমে নিজের একাউন্টের বৈধতা যাচাই করতে হয়।
InstantKaj.com এর সকল জব সকলের জন্যই উন্মুক্ত। দেশের সব ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা ও পছন্দমতো কাজে বিড করতে পারবেন। InstantKaj.com এ রয়েছে গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে কনটেন্ট রাইটিং, প্রোগ্রামিং, ওয়েব ডেভেলপমেন্ট , অ্যাপ ডেভলপমেন্ট সহ সকল ক্যাটাগরির প্রচুর কাজ।
InstantKaj.com এর সবচেয়ে বড় সুবিধার বিষয় হলো টাকা লেনদেন। Fiverr কিংবা Upwork এ লেনদেনের যে জটিলতা সেটা দূর করেছে InstantKaj.com। InstantKaj.com এ বিকাশ(bKash) ও নগদ(Nagad) দিয়েই খুব সহজে টাকা লেনদেন করা সম্ভব। তাই আলাদা কোন জটিলতার প্রয়োজন নেই।
ইনস্ট্যান্ট ডটকমের লক্ষ্য বাংলাদেশের সবাই হয়ে উঠুক স্বাবলম্বী এবং সবাই যেন নির্দ্বিধায় ঘরে তুলতে পারে নিজের ফ্রিল্যান্সিং ক্যারিয়ার।
Written by:
Md. Muhtadee Faiaz Khan Soumik
BRAC University
Leave Your Comment