প্রযুক্তি প্রেমীদের জন্য চলে এলো ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’

প্রযুক্তি প্রেমীদের জন্য চলে এলো ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’

বাংলাদেশ একটি নতুন শিল্প বিপ্লবের দ্বারপ্রান্তে। এই নতুন শিল্প বিপ্লবে পৃথিবীর সাথে তাল মেলাতে বাংলাদেশও নিচ্ছে নানান উদ্যোগ। এরই বাস্তবতায় শুরু হয়েছে ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো’। এর প্রথম আয়োজন হয় ২০১৯ সালে। প্রথম আয়জনের সফলতায়, এবারো এপ্রিল ১-৩ থারিখ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’। এবারের আয়োজনের পেছনে রয়েছে- বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ একাডেমি, এ ২ আই(a2i), স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডসহ বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

কেন যাবো ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’

তথ্য প্রযুক্তির এই মিলন মেলার একমাত্র উদ্দেশ্য হলো দেশের তরুন প্রজন্ম ও বিনিয়োগকারীদের নতুন প্রজুক্তির সাথে প্রতিনিয়ত পরিচয় করানো। বাংলাদেশের নানান প্রযুক্তিগত উদ্ভাবন-গুলো সকলের মাঝে তুলে ধরার একটি সুযোগ করে  দেওয়া। ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’ এর মাধ্যমে বাংলাদেশ সরকারসহ নানান বিনিয়োগকারীরা পাচ্ছেন প্রযুক্তিখাতে বিনিয়োগ করার সুযোগ। ছাত্রছাত্রীরা পাচ্ছেন নতুন নতুন প্রযুক্তিগত উদ্ভাবনার সাথে পরিচিত। এর পাশাপাশি দেশের প্রযুক্তিখাতের ভবিষ্যৎ পরিকল্পনা এবং সেখানে ছাত্রছাত্রীদের ভুমিকা সম্পর্কে থাকছে বিভিন্ন সেমিনার।

কারা থাকছে এবারের ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’:

  • ৫০০,০০০+ পরিদর্শক
  • ১০০০+ সরকারি কর্মকর্তা 
  • ৮০% নানান আইটি কোম্পানির সিইও
  • ২৫০+ এক্সিবিটরস
  • ৩০+ আন্তর্জাতিক প্রতিনিধি INTERNATIONAL DELEGATE
  • ৮টি জোন।

এবারের ‘ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন এক্সপো ২০২১’ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি), শের-ই-বাংলা নগরে, ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। COVID-19-র যুগে নতুন সাধারণের সাথে সামঞ্জস্য করে একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মও থাকবে যার মাধ্যমে অংশগ্রহণকারীরা কেবলমাত্র নিবন্ধন করতে পারবেন না তবে অনলাইনে সমস্ত স্টল ঘুরে এবং প্রদর্শনীর সাথে অ্যাপ যোগাযোগের মাধ্যমে এক্সপোটির পুরো অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হবেন এবং আরো অনেক।

Written by:

Md. Muhtadee Faiaz Khan Soumik
BRAC University

instantkaj

Author Since: July 15, 2020

Leave Your Comment